জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই দুনিয়ার সফরে আল্লাহতা’আলা বিভিন্ন ভাবে (অভাব, দুঃখ, কষ্ট, ভয়, সম্পদ ইত্যাদির মাধ্যমে) আমাদেরকে পরিক্ষা করেন। এই পরিক্ষায় আমরা কে কতটুকু ধৈয্য ধরতে পারি এবং শত প্রতিকুলতার মধ্যেও আমরা আমাদের রবের সাথে কতটুকু যোগাযোগ (ইবাদত) রাখতে পারি এটাই শুধু আল্লাহ তা’আলা দেখবেন। পরিক্ষায় যে পাশ করলো সে জান্নাতী, আর যে ফেল করলো সে জাহান্নামী। তানজিমুল কুরআন মডেল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্ঠা করবো একটি বাচ্চা যেন তার সৃষ্ঠিকর্তাকে চিনতে পারে এবং সৃষ্টিকর্তার সন্তুটি নিয়ে কেয়ামতের মাঠে হাসি মুখে তার রবের সামনে দাড়াতে পারে এই আমাদের প্রত্যশা।
পরিচালক
মোঃ শাফিউল ইসলাম মিলন
তানজিমুল কুরআন মডেল একাডেমি
হাজীপাড়া,
হাতীবান্ধা, লালমনিরহাট।
মোবাইল- ০১৭২৩-৪৬৩৭১৮