
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই দুনিয়ার সফরে আল্লাহতা’আলা বিভিন্ন ভাবে (অভাব, দুঃখ, কষ্ট, ভয়, সম্পদ ইত্যাদির মাধ্যমে) আমাদেরকে পরিক্ষা করেন। এই পরিক্ষায় আমরা কে কতটুকু ধৈয্য ধরতে পারি এবং শত প্রতিকুলতার মধ্যেও আমরা আমাদের রবের সাথে কতটুকু যোগাযোগ (ইবাদত) রাখতে পারি এটাই শুধু আল্লাহ তা’আলা দেখবেন। পরিক্ষায় যে পাশ করলো সে জান্নাতী, আর যে ফেল করলো সে জাহান্নামী। তানজিমুল কুরআন মডেল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্ঠা করবো একটি বাচ্চা যেন তার সৃষ্ঠিকর্তাকে চিনতে পারে এবং সৃষ্টিকর্তার সন্তুটি নিয়ে কেয়ামতের মাঠে হাসি মুখে তার রবের সামনে দাড়াতে পারে এই আমাদের প্রত্যশা।
পরিচালক
মোঃ শাফিউল ইসলাম মিলন
তানজিমুল কুরআন মডেল একাডেমি
হাজীপাড়া,
হাতীবান্ধা, লালমনিরহাট।
মোবাইল- ০১৭২৩-৪৬৩৭১৮
সভাপতির বাণীঃ
সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শোকরিয়া আদার করছি, যিনি বিচার দিনের মালিক। সাথে সাথে নৰী কুলে সম্রাট মুহাম্মদ (সঃ) এর প্রতি অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি যিনি সাইয়্যেদুল মোরছালীন উপাধিতে ভূষিত হয়েছেন। দ্বীনি শিক্ষা হলো আল্লাহ তায়ালা ও তার প্রিয় হাবীব (সঃ) এর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কেননা আল্লাহ তায়ালা যাকে পছন্দ করেন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমানে বিশ্বে ধর্মীয় জ্ঞান অর্জন বিচ্ছিন্ন কোন জ্ঞান অর্জন নয়। তা ইহকালীন ও পরকালীন উভয় জাহানের মুক্তির নির্দেশনা বিদ্যমান রয়েছে। এ কারণে দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক বিভিন্ন বিষয়ে সমানতালে অবদান রেখে যাচ্ছে। সেজন্য আমরা দেখি দ্বীনি শিক্ষা বত বাঁধা পেরিয়ে নিজস্ব স্বকীয়তায় এগিয়ে যাচ্ছে। আমরা দ্বীনি শিক্ষার প্রসারের একজন অংশীদার হতে পেরে গৌরবান্বিত। দ্বীনি শিক্ষার এ রকম একটি প্রতিষ্ঠান হলো- তানজিমুল কুরআন মডেল একাডেমি। এ ক্রমবর্ধমান উন্নতিকে লক্ষ্যে আমরা চাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত প্রচেষ্টাকে প্রবাহমান রাখতে। এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা, কল্যাণমূলক উপদেশ ও গঠনমূলক সমালোচনা এবং দোয়া কামনা করছি।
সভাপতি
আলহাজ্ব মোঃ হামিদুর রহমান
(সবুজ) তানজিমুল কুরআন মডেল একাডেমি
হাজীপাড়া, হাতীবান্ধা, লালমনিরহাট।
মোবাইল- ০১৭৭২-৯৩২১৩২
No advertisements found.