আপডেটঃ

তানজিমুল কুরআন মডেল একাডেমি

এই পৃথিবীতে আমরা সবাই ভিন্ন এক গ্রহ থেকে আগুন্তক হিসেবে এসেছি।
বিশ্বস হচ্ছে না তাই তো।
আসুন উদাহরন দিই।
ছোট্ট একটা মুরগীর বাচ্চা ডিম থেকে বের হয়েই ভুপৃষ্টে স্বয়ংসম্পূর্ণ ভাবে হাটা চলা করতে পারে, অথচ মানব শিশুকে ভুপৃষ্টে হাটা চলার উপযুক্ত করতে মাসের পর মাস চলে যায়।
কারন কি?
অন্যান্য সকল সৃষ্টির গাঠনিক ডিজাইন পৃথিবীর উপযোগী করে তৈরী করা শুধু মাত্র মানুষের শরীরের গঠন এই পৃথিবীর জন্য শতভাগ উপযোগী নয়।
একটা গরু দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রচন্ড পরিশ্রমের পরেও তার অসুখ বিসুখ খুব একটা হয় না অথচ মানুষ সামান্য এদিক ওদিক হলেই বড় সড় অসুখ বাধিয়ে ফেলে। কারন কি?
কারন হচ্ছে মানব শরীর এই গ্রহের আবহাওয়ার জন্য উপযুক্ত না।
একটা গাছ নিজেই নিজের খাদ্য তৈরী করে শত প্রতিকুলতার মাঝেও বছরের পর বছর স্বয়ংসম্পূর্ণ ভাবে টিকে থাকে অথচ আমরা মানুষরা সামান্য একটু খাবারের জন্য কত যে পরিশ্রম করি। কারন কি?
কারন হচ্ছে আমরা এমন এক সৃষ্টি যারা এই পৃথিবীর বাসিন্দা নই, এখানকার পরিবেশ আবহাওয়া আমাদের শরীরের জন্য শতভাগ পারফেক্ট নয়।
তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কোথাকার জন্য তৈরী, কোথায় থেকে এই পৃথিবীতে আসছি।
উত্তর হচ্ছে আমরা সবাই সাত আসমানের উপর জান্নাত নামক একটি বিশাল আবাসস্থল থেকে এই পৃথিবী নামক ছোট্ট একটি গ্রহে অল্প কিছুদিনের আসছি।
এজন্যই এই পৃথিবীর পরিবেশ খাদ্যাভ্যাস আবহাওয়ার সাথে আমরা সহজে মিশে যেতে পারি না যেটা অন্যান্য সকল সৃষ্টি সহজেই মানিয়ে নিতে পারে।
আমাদের শরীর মন দুটোই জান্নাতের নাতিশীতোষ্ণ আবহাওয়া, রেডিমেড খাবার, নয়নাভিরাম শান্ত সুন্দর পরিবেশের জন্য উপযোগী করে তৈরী।
বিশ্বসা হচ্ছে না তাই তো?
আচ্ছা ঠিক আছে কিছু প্রশ্ন করি, দেখুন তো মিলে কি না।
আমরা মানুুষ রা এত্ত বেশি আরাম প্রিয় কেন?
সম্পদের প্রতি আমাদের এত লোভ কেন?
পুরুষরা নারীদের প্রতি এত বেশি আকৃষ্ট কেন?
নারীরা স্বর্ণ রৈপ্য বিলাসাতার প্রতি এত বেশি আকৃষ্ট কেন?

জনাব সাফিউল ইসলাম মিলন

পরিচালক : তানজিমুল কুরআন মডেল একাডেমি, হাজীপাড়া, হাতীবান্ধা, লালমনিরহাট

পরিচালক

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই দুনিয়ার সফরে আল্লাহতা’আলা বিভিন্ন ভাবে (অভাব, দুঃখ, কষ্ট, ভয়, সম্পদ ইত্যাদির মাধ্যমে) আমাদেরকে পরিক্ষা করেন। এই পরিক্ষায় আমরা কে কতটুকু ধৈয্য ধরতে পারি এবং শত প্রতিকুলতার মধ্যেও আমরা আমাদের রবের সাথে কতটুকু যোগাযোগ (ইবাদত) রাখতে পারি এটাই শুধু আল্লাহ তা’আলা দেখবেন। পরিক্ষায় যে পাশ করলো সে জান্নাতী, আর যে ফেল করলো সে জাহান্নামী। তানজিমুল কুরআন মডেল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্ঠা করবো একটি বাচ্চা যেন তার সৃষ্ঠিকর্তাকে চিনতে পারে এবং সৃষ্টিকর্তার সন্তুটি নিয়ে কেয়ামতের মাঠে হাসি মুখে তার রবের সামনে দাড়াতে পারে এই আমাদের প্রত্যশা।

পরিচালক

মোঃ শাফিউল ইসলাম মিলন

তানজিমুল কুরআন মডেল একাডেমি

হাজীপাড়া,

হাতীবান্ধা, লালমনিরহাট।

মোবাইল- ০১৭২৩-৪৬৩৭১৮

আরও পড়ুন

সহকারী পরিচালক জনাব আল আমিন।

সহকারী পরিচালক জনাব আল আমিন।

আরও পড়ুন

আলহাজ্ব মোঃ হামিদুর রহমান (সবুজ)

সভাপতি, তানজিমুল কুরআন মডেল একাডেমি ,আলহাজ্ব মোঃ হামিদুর রহমান(সবুজ)

সভাপতির বাণী

সভাপতির বাণীঃ

সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শোকরিয়া আদার করছি, যিনি বিচার দিনের মালিক। সাথে সাথে নৰী কুলে সম্রাট মুহাম্মদ (সঃ) এর প্রতি অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি যিনি সাইয়্যেদুল মোরছালীন উপাধিতে ভূষিত হয়েছেন। দ্বীনি শিক্ষা হলো আল্লাহ তায়ালা ও তার প্রিয় হাবীব (সঃ) এর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কেননা আল্লাহ তায়ালা যাকে পছন্দ করেন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমানে বিশ্বে ধর্মীয় জ্ঞান অর্জন বিচ্ছিন্ন কোন জ্ঞান অর্জন নয়। তা ইহকালীন ও পরকালীন উভয় জাহানের মুক্তির নির্দেশনা বিদ্যমান রয়েছে। এ কারণে দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক বিভিন্ন বিষয়ে সমানতালে অবদান রেখে যাচ্ছে। সেজন্য আমরা দেখি দ্বীনি শিক্ষা বত বাঁধা পেরিয়ে নিজস্ব স্বকীয়তায় এগিয়ে যাচ্ছে। আমরা দ্বীনি শিক্ষার প্রসারের একজন অংশীদার হতে পেরে গৌরবান্বিত। দ্বীনি শিক্ষার এ রকম একটি প্রতিষ্ঠান হলো- তানজিমুল কুরআন মডেল একাডেমি। এ ক্রমবর্ধমান উন্নতিকে লক্ষ্যে আমরা চাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত প্রচেষ্টাকে প্রবাহমান রাখতে। এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা, কল্যাণমূলক উপদেশ ও গঠনমূলক সমালোচনা এবং দোয়া কামনা করছি।

সভাপতি

আলহাজ্ব মোঃ হামিদুর রহমান

(সবুজ) তানজিমুল কুরআন মডেল একাডেমি

হাজীপাড়া, হাতীবান্ধা, লালমনিরহাট।

মোবাইল- ০১৭৭২-৯৩২১৩২

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা জনাব মোঃ লুৎফর রহমান।

প্রধান উপদেষ্টা জনাব মোঃ লুৎফর রহমান।

আরও পড়ুন
Courses

No courses found.

Reviews

No reviews found.

সাম্প্রতিক খবর
ভিডিও গ্যালারী

সহ সভাপতি

জনাব কাওলাদ হোসাইন

সহ সভাপতি : তানজিমুল কুরআন মডেল একাডেমি, হাজীপাড়া, হাতীবান্ধা, লালমনিরহাট

বিস্তারিত

পরিচালক

জনাব সাফিউল ইসলাম মিলন

পরিচালক : তানজিমুল কুরআন মডেল একাডেমি, হাজীপাড়া, হাতীবান্ধা, লালমনিরহাট

বিস্তারিত

সহকারী পরিচালক জনাব আল আমিন।

সহকারী পরিচালক জনাব আল আমিন।

বিস্তারিত

মাননীয় সেক্রেটারি জনাব মোঃ তাহমিদুর রহমান